আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ৩ বিএনপির নেতাকে পিটিয়ে জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক সাইদ আকন (৪৫), যুবদল নেতা রাসেল হাওলাদার (৩২) ও হাফেজ নিজাম উদ্দিন (৪২)।
আহত হাফেজ নিজাম উদ্দিন জানান, সকালে পাখিমারা বাজারে যাই, তখন স্থানীয় আওয়ামী লীগ নেতা নিজাম ও আলাউদ্দিন সহ ৪/৫ জন লাঠি দিয়ে বিএনপি বিএনপি বলে পিটিয়ে জখম করে।
আহতদের দেখতে কলাপাড়া হাসপাতাল ছুটে আসেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক মোঃ মামুন সিকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাঈদ হাওলাদার প্রমুখ।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার বলেন, সামনে বিএনপির আন্দোলন সংগ্রাম, তাই এ সংগ্রাম আন্দোলন বন্ধ করতে আমাদের নেতাকর্মীদের উপর পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো. আলী আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশের একটি টিম পাঠিয়েছি, তবে এখন পর্যন্ত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।