প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৮:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২০, ৮:৪৮ অপরাহ্ণ
পটুয়াখালীতে ছেলের অনুষ্ঠানের বাজার করতে গিয়ে লাশ হলো বাবা

সড়ক দূঘর্টনায় রিপন প্যাদা (৩৮) নামের এক মোটর সাইকেল আরহী নিহত হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া-বাউফল সড়কের
শৌলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত রিপনের বাড়িতে সকালে আনন্দ থাকলেও মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রিপন লোহালিয়া এলাকার আলী হোসেনের ছেলে। এ ঘটনায় চালকসহ অপর আরোহী সাজু ও শাহজালাল আহত হয়েছে। তাদের উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিপনের বাড়িতে তার ছেলের সুন্নতে খৎনা অনুষ্ঠানের জন্য সকালে ঘুম থেকে উঠে স্থানীয় শৌলাবাজারে মাংসসহ বিভিন্ন
সামগ্রী ক্রয় করতে যান। বাজার শেষে মাংস ভ্যানগাড়িতে তুলে দিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন রিপন। পথিমধ্যে লোহালিয়ার গাজী বাড়ী নামক স্থান অতিক্রম কালে পিছন থেকে একটি মালবাহী ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.