আমতলী প্রতিনিধিঃ বিএনপির ডাকা হরতালের বিরুদ্ধে বরগুনার তালতলীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছির ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। তবে সকাল থেকে উপজেলার কোথাও বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের দেখা যায়নি। বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে মহড়া দিতে দেখা গেছে। সর্বত্র ছোট-বড় যানবাহন চলাচল করেছে। দোকানপাট রয়েছে খোলা,মানুষের উপস্থিতি ও জীবন যাত্রা ছিল স্বাভাবিক। রোববার বেলা ১১ টার তালতলী শহরে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন। উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু,যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা,ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুন,যুবলীগ নেতা আবদুস ছালাম প্রমুখ।বিএনপির হরতাল সমর্থনে ছিল না কোন ধরনের পিকেটিং। কোথাও বিএনপি নেতা কর্মীদের দেখা যায়নি। উপজেলা শহরসহ সর্বত্র ছিল আওয়ামীলীগের দখলে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খান বলেন,অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সড়কে নিরাপত্তার জন্য পুলিশের মহড়া রয়েছে বলেও জানান তিনি।