আমতলী প্রতিনিধিঃ “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঋণের চেক বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে চেক বিতরন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের সাবেক ডিজিএম বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাই চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,ওসি (তদন্ত) আমির হোসেন সেরনিয়াত। প্রেসক্লাব সাবেক সভাপতি রেজাউল করিম বাদলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, যুব সংগঠক অ্যাড, আওলাদ হোসেন, ফজলুর রহমান ও মিজানুর রহমান প্রমুখ। ওই সভায় ৯ জন যুব ও যুব নারীদের মধ্যে চার লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরন করা হয়।