আপন নিউজ অফিসঃ পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান মহিব এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি। তিঁনি উন্নয়ন, সুশাসন, গনতন্ত্র ও স্মার্ট বাংলাদেশের কারিগর। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় রাখার আহŸান জানান। বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত সরকারী ভাতা প্রাপ্ত ও উপকার ভোগীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মহিব আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাঁর নিজের যোগ্যতা ও দুরদর্শী পরিকল্পনার জন্য বিশ্বের একজন অনুকরনীয় রাষ্ট্রনায়কে পরিনত হয়েছেন। আর জামায়াত-বিএনপি দেশের মানুষের উপর আগুন সন্ত্রাস, বোমা হামলা চালিয়ে ইসরাইলের মত বর্বরতা চালাচ্ছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আবদুল মোতালেব তালুকদার প্রমূখ।
সমাবেশে ১৭৫ টি প্রাথমিক বিদ্যালয়, ৩৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ২৬ টি মাদ্রাসা ও ১০ টি কলেজের ৭ শতাধিক শিক্ষক , সাংবাদিক ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এউপজেলার শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ১২ শিক্ষককে সম্মাননা পদক প্রদান ও উদ্যোক্তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।