উত্তম কুমার, বাউফলঃ "পুলিশ জনতা ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর বাউফলে কমিউনিটি পুলিশিং ডে - ২০২৩ পালিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২ টায় দিবস উপলক্ষে বাউফলে থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলী শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে থানার সামনে শেষ হয়। পরবর্তীতে বাউফল থানা হল রুমে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কেক কেটে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দিনটি উদযাপিত হয়। উক্ত কমিউনিটি পুলিশিং ডে আলোচনা সভা উপলক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ বাউফল থানা মোঃ আরিচুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুল ইসলাম, ওসি তদন্ত বাউফল থানা।
এছাড়া উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন কমিশনার , ৫নং ওয়ার্ড বাউফল পৌরসভা ও বাউফল থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও কমিউনিটি পুলিশিং এর বাউফল থানার অন্যান্য সদস্য গণ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।