
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় উদ্যাপন হয়েছে জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় পৌর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো.মহিববুর রহমান (এমপি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সমবায়ীরা।
এ সময় সমবায়ীরা সমবায় মন্ত্রণালয় থেকে প্রত্যেক সমবায়ীকে সহজ শর্তে ২০ হাজার টাকা ঋণ প্রদানের দাবী করেন।