
আপন নিউজ অফিসঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পটুয়াখালী-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম আজ প্রথম দিনে ৯ জন সংগ্রহ করেছেন। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। শনিবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়।
পটুয়াখালী-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী হলেন,
১. মোঃ মহিব্বুর রহমান,
২.মোঃ মাহবুবুর রহমান,
৩. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ হাবিবুর রহমান,
৪.এস এম রাকিবুল আহসান,
৫.মোঃ আব্দুল্লাহ আল ইসলাম লিটন,
৬. অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা,
৭. সৈয়দ নাসির উদ্দিন,
৮. জুনায়েদ মোহাম্মদ হাসিব,
৯. শহীদুল্লাহ ওসমানী।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান।