
চঞ্চল সাহা, কলাপাড়াঃ কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল থেকে রাবনাবাদ নদীতে পড়ে মো.সাইফুল হাওলাদার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। সে এ সময় লোহার রড বাধাইয়ের কাজ করছিল। সাইফুল ইসলাম কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের দাসের হাওলা গ্রামের বাসিন্দা।
সে ওই গ্রামের মে.ইউনুস হাওলাদারের ছেলে। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় থানায় ইউ.ডি মামলা হয়েছে।
কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা.আবদুল করিম জানান, তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।