
আমতলী প্রতিনিধিঃ পুকুরে ডুবে মাঈশা নামের পাঁচ বছরের এক শিশু মারা গেছে। ঘটনা ঘটেছে বুধবার সকালে আমতলী উপজেলার খেকুয়ানী গ্রামে।
জানাগেছে, উপজেলার খেকুয়ানী গ্রামের সাইদুর রহমানের শিশু কন্যা মাঈশা পরিবারের সকলের অজান্তে বাড়ীর পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরে ঘন্টাব্যপী চেষ্টা চালিয়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে । তাৎক্ষনিক স্বজনরা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জায়েদ আলম ইরাম বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।