আপন নিউজ অফিসঃ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কেন্দ্র করে কলাপাড়ায় উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম (৫০) ও উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ অশিম তালুকদার (৫০) কে কুপিয়ে জখম করা হয়েছে। এদেরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় পৌর শহরের গোডাউন ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত উপজেলা যুবলীগ মোঃ আশিম তালুকদার জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান এর মনোনয়ন ফরম দাখিল উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আসার পথে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এ ঘটনার পর কলাপাড়া হাসপাতালে আহতদের দেখতে আসেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ও কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ।