
উত্তম কুমার, বাউফলঃ পটুয়াখালী-২ বাউফল আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন একাধীক প্রার্থী। বৃহস্পতিবার বেলা ১১টায় আওয়ামীলীগের পক্ষে জাতীয় সংসদের সাবেক চিপ হুইপ আসম ফিরোজ, দুপুর ১২টায় জাতীয় পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছেন মো. মহোসিন হাওলাদার ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামীলীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য হাসিব আলম তালুকদার বিকাল ৩.৩০টে মনোনয়ন পত্র জমা দেন। নূর ৪.৩০ মিনিটে নূর মোহাম্মদ হাওলাদার তার মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নীং কর্মকর্তা মো. বশির গাজীর দপ্তরে এ মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। মনোনয়ন জমা দিয়ে তারা সকলে বিজয়ের আশা ব্যক্ত করেছেন।