মোঃ জসিম উদ্দিন সিকদার, আমতলীঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসন থেকে আওয়ামীলীগ মনোনীত, আওয়ামীলীগ বিদ্রোহী ও জাপা প্রার্থীসহ ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসন থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেতে ২২ জন স্বাম্ভব্য প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সাংসদ অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে দলীয় মনোনয়ন দেন। এতে মনোনয়ন বি ত হন গোলাম সরোয়ার ফোরকান ও বরগুনা জেলা আওয়ামীলীগের জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকুসহ ২১ জন। জনগনের সমর্থণ পেতে ফোরকান, টুক ও খলিলুর রহমান সিদ্ধান্ত নেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অবতীর্ণ হতে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেলে আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলাম সরোয়ার ফোরকান ও সাবেক কাষ্টম কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এছাড়া বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাড, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা জেলা আওয়ামীলীগ জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু, আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান, তালতলী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ খলিলুর রহমান, জাকের পার্টি মোঃ জাহাঙ্গীর কবির, বাংলাদেশ তরিকত ফেডারেশন শাহ মোঃ আবুল কালাম, ন্যাশনাল পিপলস পার্টির মাহবুবুর রহমান, বিএনএম পার্টির মাসুদ কামাল ও তৃণমুল বিএনপির প্রার্থী ইউনুস সোহাগ মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম বলেন, বরগুনা-১ আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।