সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে লড়াই করার জন্য চার জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক বিজিবি প্রধান লেফটেন্যান্ট জেনারেল অব. আবুল হোসেন, জাতীয় পার্টি মো. নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস ওলামা পার্টি মাওলানা সাইদুর রহমান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান এমপি এসএম শাহজাদা।
সকল প্রার্থীরা গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর নিকট মনোয়ন পত্র দাখিল করেন।