
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় আবুল কালাম (বোবা) (৪৫) কে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়াকাটায় মেয়র বাজারে এ ঘটনা ঘটে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথম কুয়াকাটা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
আবুল কালাম বোবা উপজেলার মহিপুর থানার নবীনপুর গ্রামের করিম মাস্টার ছেলে।
আবুল কালাম (বোবা)'র আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, তিনি আওয়ামী লীগের কর্মী তার কারণে হামলা হতে পারে বলে ধারণা করছেন তারা। রাতেই আহত আবুল কালাম (বোবা) কে কলাপাড়া হাসপাতালে দেখতে আসেন উপজেলা আওয়ামী লীগের সদস্য টুটুল বিশ্বাস ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন সোহাগ প্রমুখ।