
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দক্ষতা উন্নয়ন কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষন ব্যুরোর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন'র সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএম আতিকুর রহমান যুগ্ম সচিব পানি সম্পাদ মন্ত্রলনায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মোসাঃ বিলকিস জাহান, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, মাহামুদুল্লাহ আকন সহকারী পরিচালক জেলা কর্মসংস্হান ব্যুরো, অধ্যক্ষ মাইনউদ্দিন, শহিদুল ইসলাম ব্যবস্থাপনা প্রবাসী কল্লান ব্যাংক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাইদুর রহমান সাইদ পরিচালক ওয়েলফেয়ার সেন্টার পটুয়াখালী, শিক্ষক মোঃ আনোয়ার হোসেন ও মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।