
চঞ্চল সাহা,কলাপাড়াঃ কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুই জেলে দ্বগ্ধ হয়েছে। রবিবার রাত ৯ টার দিকে ধুলাসার ইউিনয়নের সাগর মোহনায় একটি মাছ ধরা ট্রলারে এ ঘটনা ঘটে। এতে আহতরা হলো হারুন পাহলান (৬৫) ও আবুল সরদার (৫৫)। এসময় তারা ট্রলারে রাতের খাবারের জন্য রান্না করছিল। এদের মধ্যে হারুন পাহলানকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তবে আবুল সরদারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। তবে ট্রলারটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। ট্রলার মালিক মো.হাবিবুর রহমান বলে জানা গেছে।