
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মেয়ের বিয়েতে দাওয়াত না দেওয়ায় মেয়ের বাবা মোঃ রুহুল আমিন (৩৫) কে পিটিয়ে জ'খ'ম করা হয়েছে।
রোববার সকাল ৯ টায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মোঃ আতাহার মিয়ার ছেলে।
আহত মোঃ রুহুল আমিন জানান, গত মঙ্গলবার তার মেয়ে কে বিবাহ দিয়েছেন। ওই বিয়েতে দাওয়াত না দেওয়ায় একই এলাকার হাবিব মিয়া'র স্ত্রী নিলুফা বেগম অকথ্য ভাষায় গালাগালা করে, বাকবিতন্ডার এক পর্যায়ে রুহুল আমিন কে লাঠি দিয়ে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করে নিলুফা বেগম।
এসময় রুহুল আমিন'র ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে উদ্ধার করতে গেলে তাদের সামনে পরবর্তীতে তাকে (রুহুল আমিন) খুনের হুমকি দেওয়া হয়। পরে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত নিলুফা বেগম'র সাথে যোগাযোগ চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে কলাপাড়া ওসি মোঃ আলী আহম্মেদ বলেন, এ ঘটনায় অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।