
চঞ্চল সাহা,কলাপাড়াঃ কলাপাড়ায় ১৫০০ টাকা মন দরে ধান ক্রয়, ধান ক্রয়ে পরিমাপের কারসাজি দূরীকরন, উপজেলার সকল খাল,বিল, জলাশয়ের ইজারা বাতিল ও দখলমুক্ত করা সহ কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবীতে বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যেগে এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার পাখিমারা বাজারে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ শাখার আহবায়ক জি,এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমরেড নাসির তালুকদার, শিক্ষক আতাজুল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম, নাসির উদ্দিন বিপ্লব, নয়নাভিরাম গাঈন প্রমূখ নেতৃবৃন্দ।