
চঞ্চল সাহা,কলাপাড়াঃ কলাপাড়ায় আ*ত্মহ*ত্যা'র উদ্দেশ্যে বিষ কিনতে এসে এক গৃহবধূ গ্রেপ্তার হয়েছে। বুধবার বিকেল তিনটার দিতে পৌরশহরের সদর রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। সে তার নাম কিংবা ঠিকানা প্রকাশ করতে অনিচ্ছুন। তবে বাড়ী বলেছে মহিপুর এলাকায়। বয়স আনুমানিক ২৬ বছর। তার পারিবারিক সমস্যা রয়েছে, যা কেউই সমাধান করতে পারবে না বলে তিনি উল্লেখ করেন। সেই ক্ষোভ থেকে আ*ত্ম*হ*ত্যা'র উদ্দেশ্যে সে পৌরশহরের একটি সার, কীটনাশকের দোকানে কীটনাশক কিনতে যায়। পুলিশ খবর পেয়ে তাকে আটক করে।
এ ব্যাপারে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.রিয়াজ জানান, মহিলার পারিবারিক বিষয় নিয়ে ঝামেলার কারনে সে বিষ কিনতে গিয়েছিল। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তবে নে মুখ খুলছে না বলে তিনি উল্লেখ করেন।