
উত্তম কুমার, বাউফলঃ বাউফলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩।
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী , ছাত্র ছাত্রীবৃন্দ, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ। ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন শেষে বাংলাদেশকে মেধাশূন্য করতে ইতিহাসের ন্যাক্কারজনক হত্যার ঘৃণ্য মত পোষন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জীবনদানের স্মৃতিচারণে সংক্ষিপ্ত বক্তাব্য রাখেন জনাব মন্জুরুল মোর্শেদ( প্রধান শিক্ষক,ধানদি মাঃবিঃ), সাবেক বীরমুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন,উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেন হাওলাদার, ভূমি কর্মকর্তা প্রদীপ কুমার কুন্ড এবং সমাপনী বক্তাব্য রাখেন উক্ত সভার সভাপতি ইউএনও মোঃ বশির গাজী।