
উত্তম কুমার, বাউফলঃ মহান বিজয় দিবস উপলক্ষে বাউফলে ৫শ২৪ মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়েছে। আজ ১৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে তাদেরকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব হাওলাদার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আবদুল বারেক, আবুল কালাম খান প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি শামসুল আলম মিয়া, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা, উপহার সামগ্রী প্রদানসহ আপ্যায়ন করা হয়।