
আপন নিউজ অফিসঃ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ এর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুবুর রহমানের সমর্থকদের মাঝে সংঘর্ষে চার জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন ঈগল প্রতীকের কর্মী ডালবুগঞ্জ ইউনিয়ন ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ হাসান (৩০) সাধারণ সম্পাদক মোঃ মামুন ফরাজী (৩০), সদস্য আবুল খান (৩৫) ও নৌকার কর্মী মহিপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সোয়াইব খান (৩৩।
আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। আহত মামুন ফরাজী ও সোয়াইব খান এর অবস্থা আশংকা জনক হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আহত মোঃ মামুন ফরাজী বলেন, বিকেলে বরকতিয়া বাজারে ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে প্রচারণা চলছিল, তখন শোয়াইব খান'র নেতৃত্বে একদল নৌকার সমর্থকরা প্রচারের বক্স ভাঙচুর করে এতে বাধা দেওয়া আমাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় তাৎক্ষণিক আহতদের খোঁজখবর নিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।