
সঞ্জিব দাস, গলাচিপাঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারী ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১১৩ পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের গলাচিপা উপজেলা অংশের ১ শত ২০টি ভোট কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচনী আচরণ সহ অবাধ ও সুষ্ঠ ভোট গ্রহণে নির্বাচন কমিশনের নির্দেশনা বিষয়ে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় গলাচিপা সরকারি কলেজ অডিটরিয়াম হলে দিনভর উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক খন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ (বরিশাল রেঞ্চ)। প্রশিক্ষণে জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা কর্মকর্তার বৃন্দ অংশ নেন।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদ্বয় বলেন, কোন অবস্থাতেই এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দায়িত্ব অবহেলা, পক্ষ-পাতিত্বের অভিযোগ হলে রাষ্ট্রিয় আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং সকলকে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকার অনুরোধ করেন।