
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমি বিক্রি না করায় মোঃ জাহাঙ্গীর ফরাজী (৫০) ও তার ছোট ভাই মোঃ সোহাগ ফরাজী (৩৫) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের কলাপাড়া হাসপাতালে এনে ভর্তি করলে রাতেই উন্নত চিকিৎসার জন্য আহত মোঃ সোহাগ ফরাজী কে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন কর্মরত চিকিৎসক।
আহত মোঃ জাহাঙ্গীর ফরাজী অভিযোগ করে বলেন, মাসুদ ফরাজী কাছে দুই শতাংশ জমি বিক্রি করার কথা, যার মূল্য এক লক্ষ ৪০ হাজার টাকা। কিন্তু জমি নেওয়ার কথা বলে আমাকে তিনি নগদ ৫০ হাজার টাকা দিয়েছিল, বাকি টাকা দলিল করার পর দেওয়ার কথা। কিন্তু আমার পরিবার তাতে রাজি হয়নি। ওই টাকা ফেরত দেওয়ার সময় আমার সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মাসুদ ফরাজী, মাসুম ফরাজী, আবু বক্কর ফরাজী ও মন্টু সহ ৬/৫ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আমাকে বাঁচাতে এগিয়ে আসলে আমার ছোট ভাই মোঃ সোহাগ ফরাজীকেও পিটিয়ে জখম করে।
এ ব্যাপারে অভিযুক্ত মাসুদ ফরাজী বলেন ঘটনার সময় ছিলাম না, বর্তমানে আমি ঢাকা আছি। এ ঘটনা মোবাইল ফোনে শুনেছি।
কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ বলেন, এই ঘটনা এখন পর্যন্ত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা না হবে।