
সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে নৌকা মার্কার প্রার্থী এস.এম শাহজাদা গলাচিপা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড সাহা বাড়িতে গেলে সেখানে এস.এম শাহজাদাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং শংখ ও উলুর ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানায়। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ৮ টায় সাহা বাড়ি মন্দির প্রাঙ্গণে গেলে সেখানে তাকে সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ বরণ করে নেয় এবং আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমর্থিত প্রার্থী হিসেবে এস.এম শাহজাদার নৌকা মার্কায় ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন।
এ সময় এস.এম শাহজাদা সকলের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা আপনাদের কাছে পৌছে দেয়ার জন্য আজ এখানে এসেছি। দক্ষিনাঞ্চলের উন্নয়নের তিনি কাজ করে যাচ্ছেন। অতীতের কোন সরকার দক্ষিনাঞ্চলের উন্নয়ন করেনি। পর্যটন নগরী কুয়াকাটা, পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, লেবুখালী ব্রিজ, শেখ হাসিনা সেনানিবাস, বরিশাল বিশ্ববিদ্যালয়, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, শেরেবাংলা নৌ ঘাঁটি, মৎস্য অবতরণ, ব্রিজ, রাস্তাঘাট কেন্দ্রসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এসব উন্নয়নের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, গত পাঁচ বছরে দলমত নির্বিশেষে আমি আপনাদের সেবা করেছি। করোনা মহামারী ও দুর্যোগকালীন সময়ে আমি আপনাদের পাশে ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকই একমাত্র প্রতীক। এ সময় তিনি গলাচিপা রামনাবাদ নদীতে ব্রিজ বাস্তবায়নের প্রতিশ্রুতিসহ অত্র অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ ভেরিবাঁধ সংস্কার, টেকসই ও মজবুত করার কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ, আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদ, সহসভাপতি মো. রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. সাহ আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া, গলাচিপা কালিবাড়ি কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা দিলিপ কুমার বনিক, বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি শংকর লাল দাস, সাধারণ সম্পাদক সমির কৃষ্ণ পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ডাকুয়া ভবানী কালিখোলা মাতা মন্দিরের সভাপতি পঙ্কজ গাঙ্গুলী, সাহা বাড়ি মন্দির কমিটির সভাপতি অনাথ সাহা, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল বশার প্যাদা, গৌরা সাহা, রনজিৎ দাস, গোপাল দাস, বিমল সাহা, যাদব দাস, পরেশ দাস, নরেশ দাস, অসীম দাস, পিন্টু মালি প্রমুখ।