
আতিকুর রহমান মিরাজঃ শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প সংস্কৃতি পৌঁছে যাবে শহর, নগর ও গ্রাম থেকে গ্রামান্তরে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতি বছর সাংস্কৃতির বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন গুণী শিল্পীকে সম্মাননা পুরস্কার প্রদান করেন।তারই অংশ হিসেবে ২৮ ডিসেম্বর ২০২৩ পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে ২০১৮ থেকে ২০২২ এর ২৫ জন গুণী শিল্পীকে সম্মাননা পুরস্কার প্রদান করে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি।
নাট্যকলায় বিশেষ অবদান রাখার জন্য নির্বাচিত গুনীজন হিসেবে ২০২০ এর সম্মাননা পুরস্কার গ্রহন করেছেন কলাপাড়া উপজেলার গর্ব, আলোর দিশারী,সংস্কৃতি চর্চার বাতিঘর প্রবীণ কবি ও নাট্যকার ফিরোজ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব ধীরাজ মালাকার, বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ পরিচালক মীর মাহবুবুর রহমান ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর পটুয়াখালী জেলা সভাপতি মফিজুর রহমান খান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার কাজী মোঃ কামরুজ্জামান।
এসময়ে কলাপাড়া উপজেলা থেকে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর সদস্য ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি শুভ্রা চক্রবর্তী কল্যানী, কচিমুখ নাট্যাঙ্গন (ক না)র নির্বাহী পরিচালক আতিকুর রহমান মিরাজ ও জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংস্কৃতিক কর্মী দেবশ্রী মুখার্জী।
গুণী এ সাংস্কৃতিক কর্মীর সম্মাননা পুরস্কার গ্রহনে শুভেচ্ছা জানিয়েছেন কলাপাড়া শিল্পকলা একাডেমি, কচিমুখ নাট্যাঙ্গন(ক না), বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, মানিকমালা খেলাঘর আসর, বাংলাদেশ বাউল সমিতি, হিল্লোল শুদ্ধ সংগীত একাডেমি, কলাপাড়া বাউল সংঘ,সুর লহরী সংগীত একাডেমি, বিশ্ব মৈত্রী পরিষদ ও মাতৃস্মৃতি পাঠাগার।