
আপন নিউজ অফিসঃ পটুয়াখালী-৪ আসনের প্রতিটি জনপদকে সন্ত্রাস, চাঁদাবাজ, সিন্ডিকেট, সালিশবাজ,মাদক ও ভূমিদস্যুমুক্ত শান্তিময় জনপদ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার ২০২৪ ঘোষণা করেছেন নৌকা প্রতীকের প্রার্থী মো: মহিববুর রহমান।
বৃহস্পতিবার সকাল ১০টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আঞ্চলিক ইশতেহার ঘোষণা করেন। কলাপাড়া কে জেলায় উন্নীত করার বিষয় টি কে প্রাধান্য দিয়ে তিনি তার ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেছেন। ইশতেহারে খাদ্য ও কৃষিখাত, যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা, জননিরাপত্তা, কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণ, ধর্মীয় খাত,বিদ্যুৎ, ক্রীড়া ও সংস্কৃতি, পর্যটন, বন ও পরিবেশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর যেসব কর্মকান্ড আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করা হবে তা তুলে ধরা হয়েছে। সর্বোপরি মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রেখে দেশের উন্নয়নে সবাই মিলে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এই আসনের সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় উপজেলা ও কলাপাড়া পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।