
আমতলী প্রতিনিধিঃ বরগুনা-১ আসনে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তিনি ৬১ হাজার ৭৪২ ভোট পেয়েছেন।
রবিবার রাত দশটার দিকে বরগুনা জেলা রিটানির্ং কর্মকর্তার কার্যালয় থেকে চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু পেয়েছেন ৬১ হাজার ৭৪২ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান কাঁচি প্রতিকে পেয়েছেন ৫৮ হাজার ১৭৪ ভোট। নৌকা প্রতিকে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পেয়েছে ৫৪ হাজার ৯৮ ভোট। বরগুনা-১ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯১১ জন। এর মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৮২৫জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৮৭ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন চলে ভোট গ্রহন। কোনোপ্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন জয়।
বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সকল কেন্দ্রের ফলাফলে ঈগল প্রতিকের পার্থী গোলাম সরোয়ার টুকুকে বেসরকারী ভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত ঘোষনা করা হয়েছে।