চঞ্চল সাহাঃ কলাপাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় এক কৃষকের একটি বসতঃবাড়ী সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলিগঞ্জ গ্রামে মো.মইনুল আকবরের বাড়ীতে এ ঘটনা ঘটে। এতে অন্ততঃ ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত কিভাবে তা কেউ বলতে পারছে না।
বাড়ীর মালিক মো.মইনুল আকবর জানান, তার ঘরে বিদ্যুতের লাইন অফ করা ছিল,চুলার আগুন নেভানো ছিল, এমনকি কোন কয়েল জ্বালানো ছিল না। তারা আগুন টের পেয়ে দেখতে পান,বারান্দায় আগুন জ্বলছে। তাৎক্ষণিক তাদের ডাক-চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসার আগেই বাড়ীটিতে আগুন ছড়িয়ে পড়ে।