
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে চাকুরীর নিয়োগ দেওয়ার কথা বলে ১০ লক্ষ টাকা আত্মসাৎ অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে।
১৭ জানুয়ারি ভুক্তভোগী মোঃ মাহবুব এলাহী (৩২) বাদী হয়ে দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান (৫৬) ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মোঃ আঃ মান্নান (৫৫) কে আসামি করে আদালতে মামলা করেছেন।
মোঃ মাহবুব এলাহী মামলায় উল্লেখ করেন, দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে চাকুরীর নিয়োগ দেওয়ার মৌলিক অঙ্গীকারে বর্ণিত মাদ্রাসায় ডোনেশন বাবদ নগদ দশ লক্ষ টাকা দেওয়ার জন্য বলেন। তারা লিখিত ভাবে নগদ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রহন করেন। তারা মাদ্রাসায় আমাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে দিলে আমার পিতা সরল মনে ও সরল বিশ্বাসে মোঃমোস্তাফিজুর রহমান কে আট লক্ষ টাকা। আঃ মান্নান নগদ দুই লক্ষ টাকা, আসামীদ্বয় একুনে দশ লক্ষ টাকা গ্রহন করে স্বীকার অঙ্গীকার করেন যে, ঘটনার ৩য় তারিখের ইন্টারভিউর মাধ্যমে আমাকে বর্ণিত মাদ্রাসায় বর্ণিত পদে চাকুরী প্রদান করবে।
তিনি আরও উল্লেখ করেন, তারা প্রতারণার আশ্রয় নিয়ে ২য় আসামী আঃ মান্নান'র পুত্র মোঃ ফয়সাল শরীফ'কে বর্ণিত পদে চাকুরীতে নিয়োগ প্রদান করেন। দশ লক্ষ টাকা ফেরৎ চাইলে আসামীরা আমাদেরকে কোন প্রকার টাকা দিবে না মর্মে ছাব অস্বীকার করেন। এবং এ বিষয়ে বারাবারি কররে আমাকে জীবনের তরে শেষ করে দেবে বলে হুমকি প্রদান করেন। আসামীরা অঙ্গীকার পূর্বক সরল বিশ্বাস জন্মাইয়া দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে আমার বর্ণিত নগদ ১০ লক্ষ টাকা আত্মসাৎ করবে জানিলে আসামীদেরকে আমার পিতা কোন টাকা দিতেন না।
উক্ত বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় আসামীদের নিকট হইতে বর্ণিত ১০ লক্ষ টাকা আদায়ের চেষ্টায় ব্যর্থ হওয়ায় বিজ্ঞ আদালতে অত্র মামলা দায়ের করিতে কিছুটা বিলম্ব হইল।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।