আপন নিউজ অফিসঃ পটুয়াখালীতে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র শীতার্ত ব্যক্তিদের মধ্যে জেলা পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে হেতালিয়া বাধঘাট, চৌরাস্তায় ও সড়কের পাশে থাকা ছিন্নমূল অসহায়দের দ্বারে দ্বারে গিয়ে এ কম্বল বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম।
পুলিশ সুপার সাইদুল ইসলাম বিপিএম পিপিএম বলেন, এই প্রচণ্ড শীতে ছিন্নমূল অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। তাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ও পটুয়াখালী সদর থানার ওসি মোঃ জসীমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।