
সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় সাংবাদিক আলতাফ মাহমুদের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি আলতাফ মাহমুদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় গলাচিপা প্রেস ক্লাবে এ স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়। সভায় উপস্থিত সাংবাদিক আলতাফ মাহমুদের পরিবারের সদস্যরা এবং সাংবাদিক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এ সময় গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় বলেন, সাংবাদিক আলতাফ মাহমুদ আমাদের দক্ষিনাঞ্চলের গর্ভ ও সাংবাদিকদের অভিভাবক ছিলেন। নদী ভাঙ্গনে হুমকির মুখে থাকা সাংবাদিক আলতাফ মাহমুদের কবর সংরক্ষণে দাবি করা হয়। গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন তহশীল জামে মসজিদের খতিব মাওলানা মো. হেলাল।
উল্লেখ্য সাংবাদিক আলতাফ মাহমুদ ২০১৬ সালের ২৪ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ডাকুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।