আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া উপজেলার মহিপুর থানা প্রেসক্লাবের সভাপতি ও জিটিভি’র স্থানীয় প্রতিনিধি মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতার দাবীতে মানববন্ধন করেছে কলাপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকরা। শুক্রবার দুপুরে মহিপুর প্রেসক্লাবের আয়োজনে শেখ রাসেল সেতুর উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারন সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, সাংবাদিক অমল মূখার্জী, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক মিলন সরকার, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট, সাবেক সভাপতি নাসির উদ্দীন বিপ্লব, সাধারন সম্পাদক কাজী সাইদ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, মহিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাসির উদ্দিন প্রমূখ।
মানববন্ধনে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, অচিরেই হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। আর যদি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয় তাহলে মহিপুর থানা পুলিশের সকল ইতিবাচক খবর বর্জন সহ নেতিবাচক খবর প্রকাশ করা হবে। এছাড়া আগামী ৯মার্চ হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার সহ উপকূলীয় এলাকায় কর্মরত গনমাধ্যম কর্মীদের নিরাপত্তার দাবীতে ইউএনও’র মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে স্মারক লিপি প্রদানের ঘোষনা দেন সাংবাদিক নেতারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামান বলেন, সাংবাদিক নির্যাতনের মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।