প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২০, ১০:১৯ অপরাহ্ণ
বিয়ের পরদিন নববধূকে হারালেন স্বামী; পদ্মায় নৌকা ডুবিতে ২৬ বরযাত্রী নিখোঁজ

রাজশাহী
রাজশাহীর পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকা ডুবিতে ২৬ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬মার্চ) সন্ধ্যায় নগরীর শ্রীরামপুর ডিসির বাংলো এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে রাজশাহী ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল। রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত উপপরিচালক আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে রাত ৭টা ৯ মিনিটে আমাদের কাছে কল আসে। এর এক মিনিটের মাথায় বেরিয়ে যায় উদ্ধারকারীরা। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে চার সদস্যের ডুবুরি দল কাজ করছেন। তবে এখনও নিখোঁজদের হদিস মেলেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেসহ ৩৬ আরোহী নিয়ে নৌকাটি পদ্মার চর খানপুর থেকে নগরীর দিকে আসছিলো। শ্রীরামপুর এলাকায় নৌকাটি তলিয়ে যায়। ওই সময় সাঁতরে তীরে উঠেন ১০ নৌকা আরোহী। তলিয়ে যান ২৬ জন। তাদের উদ্ধারের চেষ্টা করছে ডুবুরি দল বলে জানাগেছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.