
আমতলী প্রতিনিধিঃ আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুসরাত জাহান লিমুর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন অ্যাড. মিজানুর রহমান, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার, আব্দুল্লাহ আল মামুন বিপ্লব, রফিকুল আলম আকন, নাজমা আক্তার তানিয়া।
বিদ্যালয় প্রধান শিক্ষক এমএ হান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক নাশির উদ্দিন, আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি রেজাউল করিম বাদল, সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম কাওসার, মজিবুর রহমান, এনামুল হক, মোঃ সুলতান মাহমুদ, অভিভাবক ফিরোজ বিশ্বাস, শিক্ষার্থী রাইসা ইসলাম, মৌমি আহসান, মুবিন মাহমুদ, মালিহা তাবাচ্ছুম, আব্দুর রহমান ও মারিয়া ইয়াসমিন প্রমুখ।