মো.নাহিদুল হকঃ কলাপাড়ায় পানিতে ডুবে শাহানাজ পারভীন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর গ্রামের নিজ বাড়ির পুকুরে পড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশুটি ওই গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন হাওলাদারের মেয়ে।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।