
আপন নিউজ অফিসঃ পারফেক্ট ট্রাভেলস কলাপাড়া ব্রাঞ্চ এর শুভ উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পারফেক্ট ট্রাভেলস চেয়ারম্যান, মোঃ নিজাম উদ্দিন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় কলাপাড়া পৌর শহরের চৌরাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন (মুন্সী ভবন) পারফেক্ট ট্রাভেলস কলাপাড়া ব্রাঞ্চটি শুভ উদ্বোধন করা হয়।
কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডা.শহিদুল ইসলাম, কেএম মনিরুজ্জামান, মুফতি ওসমান গনি, মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, হাফেজ মোঃ মিরাজুল ইসলাম, মোঃ আশরাফুল আতিক রুমান প্রমূখ। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পারফেক্ট ট্রাভেলস কলাপাড়া ব্রাঞ্চ এর মালিক ৪ জন। মুফতি সাইদুর রহমান কলাপাড়া কেন্দ্রীয় মসজিদের খতিব, মোঃ আমান মৃধা, আব্দুল জলিল ও হাফেজ মিরাজুল ইসলাম।