
সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় দুই ট্রাক পোনা মাছ জব্দ করেছে গলাচিপা মৎস্য অফিস। ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী সঙ্গীয় ফোর্সসহ গলাচিপা উপজেলাধীন রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী,বদনাতলী ঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই ট্রাক অবৈধ বিভিন্ন প্রাজাতির পোনা মাছ জব্দ করেন।
এ সময় ৪ জনকে অবৈধ পোনা মাছ পরিবহন করার অপরাধে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলখানায় প্রেরণ করেন।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মনির হোসেন (২২), মোঃ রাকিব খান (২২) উভয় সাং- গলাচিপা, মোঃ সিদ্দিক মাতুব্ব (৪৪) বরগুনা, আমতলী ও মোঃ আলামিন (৩১) যাত্রাবাড়ী, ঢাকা। পরে জব্দকৃত অবৈধ পোনা মাছ এতিমখানা, মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং, আবাসন প্রকল্প ও স্থানীয় গরীব অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।