
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পুকুরের পানি ব্যবহার করা নিয়ে কালাম হাওলাদার,তার স্ত্রী ফাতেমা ও ছেলে আসিফকে মেরে জখম করা হয়েছে। সোমবার উপজেলার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত কালাম তার আপন বড় ভাই ফারুক হাওলাদার ও তার ছেলে রিমনকে দায়ী করেছেন।
আহত কালাম হাওলাদার বলেন, জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ আপন বড় ভাইয়ের সাথে বিরোধ ছিল। বাড়িতে একটি যৌথ পুকুর থাকলেও তাদের ব্যবহার করতে দেয়না বড় ভাই ফারুক হাওলাদার। কালামের ছেলে আসিফ পুকুরে পানি আনতে গেলে তাকে মারধোর করে ফারুক ও রিমন। ছেলেকে বাচাতে মা ফাতেমা আসলে তাকেও মেরে আহত করে। তাদের ডাকচিৎকার শুনে কালাম দৌড়ে আসলে তাকেও পিটিয়ে আহত করেন বড় ভাই ও ভাতিজা। এতে তারা গুত্বর জখম হলে স্থানীয়দের সহযোগিতায় কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত ফারুক হাওলাদার ও রিমনের সাথে তাদের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়।
মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান,এ বিষয় কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।