আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার আন্তর্জাতিক নারী দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল র্যালী ও আলোচনা সভা।
রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিয়ষক কর্মকর্তা মোসাঃ আফরোজা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মনিরা পারভীন। মোঃ বাকী বিল্লাহ স লনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, বে-সরকারী সংস্থা ম্যানথ্যরম্যানের নির্বাহী পরিচালক মোঃ মতিন আকন্দ,ওয়াল্ড ভিষন বাংলাদেশ’র এরিয়া ম্যানেজার উত্তর দাশ ও আলভি চৌধুরী প্রমুখ।