
আমতলী প্রতিনিধিঃ ভোটার হয়েও ভোট দিতে পারেনি আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের তৃতীয় লিঙ্গের দুই নাগরিক রেখা ও কথা। এতে তারা ক্ষোভ প্রকাশ করছেন।
জানাগেছে, আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডে রেখা, কথা, মনি ও স্বপ্না নামে চারজন তৃতীয় লিঙ্গের নাগরিক বসবাস করেন। তাদের ওই ওয়ার্ডে ভোটার হয়। ভোটার তালিকায় তাদের নাম এবং তারা এনআইডি কার্ড পেয়েছেন। শনিবার আমতলী পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ডের মাদানী নগর মাদ্রাসা ভোট কেন্দ্রে তারা চারজনই ভোট দিতে আসেন। তাদের ভোট গ্রহনে প্রিজাইর্ডি অফিসার মানজুরুল হক কাওসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল শিকদার সহায়তা করেন। কিন্তু স্বপ্না ও মনি ভোট দিতে পারলেও রেখা ও কথা ভোট দিতে পারেনি। বেশ কয়েকবার চেষ্টা করেও তারা ব্যর্থ হন। তাদের ভোটার তালিকায় নাম থাকলে ইভিএম মেশিনে তাদের ভোটার সনাক্ত করতে পারেনি।
ভোটার রেখা ও কথা বলেন, আমরা ভোটার হয়েও ভোট দিতে পারিনি। এর চেয়ে আর কষ্ট কিছুই থাকতে পারেনা। প্রধানমন্ত্রী তৃতীয় লিঙ্গ হিসেবে আমাদের ভোটার করে নাগরিক অধিকার দিল কিন্তু ভোট দিতে পারলাম না।
আমতলী পৌরসভার মাদানী নগর মাদ্রাসার প্রিজাইডিং অফিসার মানজুরুল হক কাওসার বলেন, ফিঙ্গার প্রিন্ট না মেলার কারনে তাদের ভোট নেয়া সম্ভব হয়নি।