
আপন নিউজ অফিসঃ কুয়াকাটায় আগত র্পযটকবাহী বভিন্নি যানবাহন থকেে অতরিক্তি টোল আদায়রে কারণে শখে রাসলে সতেু ও শখে জামাল সতেুর ইজারাদারকে ৫৫ হাজার টাকা জরমিানা করছেে উপজলো নর্বিাহী র্কমর্কতা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসনে।
শনিবার দুপুরে পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত টোল আদায় করা ওই উভয় সেতুর ইজারাদার মেসার্স রফিক এন্টারপ্রাইজের মালিক মো. রফিকুল হাসানকে জরিমানা করা হয়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে তার সত্যতা পেয়ে শেখ রাসেল সেতুকে ২৫ হাজার ও শেখ জামাল সেতুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এই সেতু দুটিতে যাত্রীবাহী বাসের টোল ৯০ টাকা। কিন্তু তারা পর্যটকবাহী বাসগুলোকে টার্গেট করে ১৮০ টাকার ভাড়া আদায় করছে। এমন অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে প্রাথমিকভাবে তাদেরকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের বন্ধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানান তিনি।