
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমি জমা বিরোধে মোঃ সোবাহান মৃধা (৭০) নামের এক পিতা কে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে তারই বড় ছেলে মোঃ অসীম মৃধা।
বুধবার ১১ টায় কলাপাড়া পৌর শহরের সদর রোড এম রহমান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত সোবাহান মৃধার ছোট ছেলে মোঃ নজরুল ইসলাম অসীম মৃধা কে আসামী করে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
আহত পৌর শহরের বাদুরতলী এলাকার মোঃ সোবাহান মৃধা জানান, আমার পাঁচ ছেলেদের মাঝে সমান জমি বন্টন করে দেই। কিন্তু বড় ছেলে আরো জমির জন্য মামলা করে হয়রানি করছে, মামলা দিয়ে কেন হয়রানি করছে তার জন্য তার দোকানে জানতে আসলে সে রড ও লাঠি দিয়ে আমাকে আঘাত করে। এসময় আমি রক্তাক্ত জখম হই, পরে আমাকে আমার ছোট ছেলে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে।
অভিযুক্ত অসীম নেতা বলেন, আমার পিতা ও ভাই আমার দোকানে এসে আমাকে মারধর করে, এ সময় তাদের ঠেকাতে গিয়ে তাদের লাঠি দ্বারা আঘাত পায়।
কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।