আপন নিউজ অফিসঃ বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় দূযোর্গ সহনশীল কমিউনিটি গঠন করার লক্ষ্যে একটি দূর্যোগ প্রস্তুতি মুলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মার্চ) উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ আবাসনে এ দূর্যোগ প্রস্তুতি মুলক মহড়া অনুষ্ঠিত হয়।
উক্ত দূর্যোগ প্রস্তুতি মুলক মহড়ায় তারা দূযোর্গের সময় কিভাবে দূযোর্গ মোকাবেলা করবে এবং কিভাবে শিশুদের বয়স্কদের, শারীরিক অক্ষম ব্যক্তিদের এবং গর্ভবতী নারীদের নিরপদ আশ্রয় কেন্দ্র যাবে সেই সম্পর্কিত বিষয় গুলো এই মহড়ায় তুলে ধরেন এবং প্রদর্শন করেন। সেই সাথে সাথে ঘূর্নিঝড়ের সময় প্রস্তুতি মুলক কার্যক্রম গুলো যেমন পতাকা উত্তলোন, নারীদের চুল বাধা, মুল্যবান জিনিসপত্র সংরক্ষন, শুকানো জাতীয় খাবার সংরক্ষন এবং স্থানীর উপকরন ব্যবহার করে লাইফ বয়া তৈরি করে, যাতে করে শিশুরা দূযোর্গর সময় নিজেদেরেকে দূর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে পারে।
দূর্যোগ প্রস্তুতি মুলক মহড়ায় উপস্তিত ছিলেন, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অফিসার আমানদা (ওয়ার্ল্ড কনাসার্ন হেডকোয়াটাস, আমেরিকা), ওর্য়াল্ড কনসার্ন বাংলাদেশের পরিচালক গ্লোরিয়াস গ্রেগরি দাস , ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের পরিবর্তন প্রকল্পের প্রোগ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস, প্রোগ্রাম অফিসার মাহামুদা মনিটরিং অফিসার বিধান বিশ্বাস, ফিল্ড অফিসার ডনি মল্লিক, এ্যাডমিন কাম একাউন্টেট পরিমাল বৈদ্য প্রমুখ