
আপন নিউজ অফিসঃ পটুয়াখালীর কলাপাড়ায় জমিসংক্রান্ত বিষয় সালিশি বৈঠক শেষে আতর্কিত হামলা চালিয়ে মোঃ রাকিব হাওলাদার (৩৪), তার ছোট ভাই মোঃ বাইজিদ হাওলাদার (২৮) ও ছোট ভাইয়ের মামাশ্বশুর মোঃ সোহেল হাওলাদার (৪৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।
শনিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতীবাজারের টোল ঘর এ ঘটনা ঘটে। আহত রাকিব ও বাইজিদ ইউনিয়নের কলাউপাড়া গ্রামের মোঃ নাজির হাওলাদারের ছেলে।
আহত রাকিব জানান, আমার চাচা সাবেক ইউপি সদস্য মোঃ মজিবুর হাওলাদারের সাথে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনা দিনে ওই বিষয়ে সালিশি চলছিল। এমন সময় সালিশিতে মোঃ মজিবর হাওলাদার ও তার ছেলে মোঃ হিরন হাওলাদারের নেতৃত্বে ১০/১২ জন হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এবং মোঃ হিরন হাওলাদার প্রকাশে অস্ত্রর মহড়া দিয়ে ভয়ভীতি দেখায়। পরে স্থানীয়রা আমাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয় অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মো মজিবুর হাওলাদার বলেন, আমি কোন গায়ে হাত তুলি নাই, উল্টো রাকিব ও বাইজিদ আমার ছেলেকে দুইটি ঘুষি মারে, এ সময় আমার ছেলে রাকিবকে একটি ঘুষি মারে, এই হলো সত্য কথা।
কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।