
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দূর্যোগ সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্পেইনের আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন মূলক সংস্থা “গুড নেইবারস বাংলাদেশ”। এসময় দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহনকারীদের মাঝে লিফলেট বিতরন করা হয়। এ ক্যাম্পেইনে শিক্ষার্থীসহ ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার দেড় শতাধিক নারী-পুরুষ অংশগ্রন করেন।
পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হেদায়েদ উল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গুড নেইবারস ডি আর আর প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক কুমার দাশ, প্রোগ্রাম ম্যানেজার রাজীব বিশ্বাস, প্রোগ্রাম অফিসার সুজয় সরকার, ইউপি সদস্য মো.বাবুল ফরাজী, সিপিপি ইউনিয়ন টিম লিডার মো.রিয়াজ উদ্দিন মৃধা, গ্রাম দুর্যোগ কমিটির সভাপতি জাহিদুল আজমাইল প্রমুখ।
গুড নেইবারস বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার রাজীব বিশ্বাস জানান, উপকুলীয় এলাকার মানুষকে এই দুর্যোগ প্রবন মাসে সচেতনতা বৃদ্ধি সহ জানমালের ক্ষতি কমিয়ে আনার উদ্দেশে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। তবে ধারাবাহিকভাবে কর্ম এলাকা উপজেলার মহিপুর ও নীলগঞ্জ ইউনিয়নে এ ক্যাম্পেইন করা হবে বলে তিনি জানিয়েছেন।