
আমতলী প্রতিনিধিঃ বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও প্রাথমিক গণ শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গোলাম সরোয়ার টুকুর উদ্যোগে আমতলীতে খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার আমতলী বিআরটিসি বাস কাউন্টারে সহ¯্রাধিক বাস যাত্রী ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরন করা হয়।
জানাগেছে, বাংলাদেশ আওয়ামীলী যুবলীগ কেন্দ্রিয় কমিটির নির্দেশক্রমে বরগুনা-১ আসনের সাংসদ গোলাম সরোয়ার টুকুর উদ্যোগে উপজেলা যুবলীগ তৃষ্ণার্ত মানুষের মধ্যে খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরন করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান।
উপস্থিত ছিলেন আমতলী পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা, নারী ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী জেসিকা তারতিলা জুঁথি,উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম তানজিল, সাংগঠনিক সম্পাদক মিজার হোসাইন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মতিন খাঁন, যুবলীগ নেতা কবির হাওলাদার ও সাবেক ইউপি সদস্য মামুন হাওলাদার প্রমুখ।