
আপন নিউজ অফিসঃ ঘেরের মাছ লুটে নিতে বাধা দেয়ায় দূর্বৃত্তদের সশস্ত্র হামলায় ঘের মালিকের ছেলে রাসেল মাহমুদ গুরুতর জখম হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার সময় কুমিরমারা গ্রামের মাটির কেল্লা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে গুরুতর জখম রাসেল মাহমুদকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে মাহবুব গাজীসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৭/৮ জনকে এ ঘটনার জন্য দায়ী করা হয়েছে।
বাদী আবুল কালাম হাওলাদার জানান, তিনি ২০০৫-২০০৬ সালে জমি ক্রয় করে সেখানে মাছের চাষ করে আসছেন। বিবাদীরা বেড় জাল দিয়ে রাতের আধারে মাছ ধরছিল। সেখানে তার ছেলে রাসেল মাহমুদ দেখতে পেয়ে মাছ ধরতে বাধা দিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে-পিটিয়ে রক্তাক্ত জখম করে। কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ জানান, তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।