
আপন নিউজ অফিসঃ পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে শিশুকন্যা কুলসুম (৪) ও শিশুকন্যা মরিয়ম (১৪ মাস) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া ও চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া গ্রামে এ ঘটনা ঘটে। কুলসুম ইটবাড়িয়া গ্রামের মো.হাসান পাহলানের কন্যা ও মরিয়ম উত্তর চাকামইয়া গ্রামের মো: ছগির হাওলাদারের কন্যা।
পারিবারিক সূত্রে জানা গেছে, কুলসুম নিজেদের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। তাকে অনেক খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। অপরদিকে মরিয়ম পার্শ্ববর্তী পুকুরে পড়ে মৃত্যু হয়। এদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম নেমে আসে।